
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় দুজনেরই পা ভেঙে গেছে বলে জানা গেছে।
আজ সোমবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার মো. কফিল উদ্দিন (২৮) ও কুতুব উদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শী রিদুয়ান জানান, কফিল ও কুতুব মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ একটি কুকুর সামনে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত দুই বাইক আরোহীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ দুজনেরই পা ভেঙে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।