বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’—চট্টগ্রামের এসপি

চট্টগ্রামে জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের ব্যতিক্রমী বক্তব্য
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৫ | ১০:৩২ অপরাহ্ন


“আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না” — জুলাই গণ-অভ্যুত্থান দিবসের এক সভায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন ধরনের কনটেন্ট ছড়িয়ে জুলাই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং শত্রুরা পুনরায় ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন এবং নগর পুলিশ কমিশনার হাসিব আজিজও বক্তব্য রাখেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম আরও বলেন, “আপনাদের ঐক্য যে বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। আপনারা যদি এটা খেয়াল না করেন, শত্রুরা সুযোগ পেয়ে যাবে। আপনাদের সঙ্গে আমরা যাঁরা প্রশাসনে রয়েছি, তখন আমাদেরও কিন্তু একই পরিণতি বরণ করতে হবে”।

একই সভায় চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব বলেন, “এবারের গণ-অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ছিল, আমরা যাঁরা পুলিশে আছি, আমরাও অত্যন্ত ব্যথিত”।

তিনি জুলাই আন্দোলনে সম্পৃক্তদের উদ্দেশে বলেন, “এখনকার চেতনা কত দিন ধরে রাখতে পারবেন, আমি জানি না। কিন্তু সেটা ধরে রাখেন, একটু পড়াশোনায় সম্পৃক্ত হোন, কিছু করার চেষ্টা করেন”।