সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

‘ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোরা দেশের বন্ধু নয়’
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৩ অপরাহ্ন


যারা ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ায়, তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার বিষয়ে সতর্ক করে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, “অনেক পুরনো ছবি ও ভিডিও ছড়িয়ে সুপরিকল্পিতভাবে জনগণকে উত্তেজিত করা হচ্ছে। দেশে বা বিদেশে থেকে যারা এ ধরনের কাজ করছে, তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কারোই বন্ধু নয়।”

গুজব প্রতিরোধে সাংবাদিকদের যাচাই-বাছাই করে সঠিক তথ্য জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের কথার বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের ওপর আস্থা আরও বাড়িয়ে তোলার এটাই উপযুক্ত সময়।”

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু আশ্বাস দিয়ে বলেন, “জনশান্তি ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় প্রস্তুত। একবার জানালেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল) এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা)।

এছাড়াও রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম, পূজা উদযাপন কমিটির নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।