
পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) পোশাক তৈরিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ইউপিডিএফ নেতা সুইপ্রু মারমা ওরফে চিনু মারমাকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এ আদেশ দেয়। পুলিশ সুইপ্রু মারমাকে ইউপিডিএফের পরিচালক (প্রশাসন) বলে দাবি করেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে করা রিমান্ড আবেদনে ওসি জসিম উদ্দিন উল্লেখ করেন, কেএনএফের তহবিলের উৎসের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত এবং মামলার রহস্য উদঘাটনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রসঙ্গত, গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের ‘নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
এর আগে একই বছরের ১৭ মে বায়েজিদ এলাকার ‘রিংভো অ্যাপারেলস’ নামে আরেকটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করা হয়। পুলিশ জানায়, দুই কোটি টাকার চুক্তিতে কেএনএফের জন্য এসব পোশাক তৈরি করা হচ্ছিল। ওই ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলাম এবং ফরমাশকারী গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেপ্তার করা হয়।
এই মামলাগুলোর তদন্তের সূত্র ধরে গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে। পরে তাকে পাহাড়তলী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।