
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার ভোরে উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আটক যুবকের নাম মো. আব্দুল হালিম প্রকাশ ইমন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে এবং সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে ২৩ জন সেনা সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রথমে আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা মো. ইরফানের বাড়িতে তল্লাশি চালানো হলেও সেখানে কিছু পাওয়া যায়নি। পরে একই এলাকার বাসিন্দা মো. আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি রাইফেল, বিভিন্ন প্রকারের অ্যামুনিশন ও কার্তুজ, ১৬টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দা, চাকু এবং ইয়াবা, মদ ও গাঁজা।
আটক আব্দুল হালিম প্রকাশ ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য খাগড়াছড়ির লক্ষীছড়ি জোনে নেওয়া হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্র জানিয়েছে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে এখনো আমাদের কাছে কিছু হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।”