সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে, জনগণ আর বিশ্বাস করে না: জামায়াত নেতা

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩:১০ অপরাহ্ন


নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, কোনো দলের ওপর জনগণ আর বিশ্বাস রাখতে চায় না।

বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, “একটি দল বলছে তারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে, অথচ জনগণ আর তাদের বিশ্বাস করতে চায় না।”

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের রাজনীতি করে। যারা দাবি করেন জনগণ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) বুঝে না, আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জনগণ নিয়ে কুমন্তব্য করবেন না।”

সমাবেশে দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, “জামায়াত-শিবিরকে জেল-ফাঁসি দিয়ে দমানো যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে।”

আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসমাইল হক্কানি এবং কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছার।