
‘বন্ধু, বন্ধুর মতো থাকুন। বেশি বাড়াবাড়ি করবেন না,’—বিএনপির স্থানীয় এক শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ মন্তব্য করেন। একই সঙ্গে তারা নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নেরও দাবি জানান।
বক্তারা বিএনপির নাম উল্লেখ না করে বলেন, “আমাদের বন্ধুপ্রতীম সংগঠনের এক বড় ভাই কথায় কথায় জামায়াতকে চাঁদাবাজ বানাতে চায়। ফটিকছড়ির শান্তিপ্রিয় মানুষ জানে ও বুঝে কারা চাঁদাবাজ। বন্ধু সংগঠনটিকে আমরা বলতে চাই, আমাদের বিষয়ে গঠনমূলক সমালোচনা করুন, আমরা মাথা পেতে নেবো। কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না।”
তারা আরও বলেন, “জুলাই সনদকে আইনী ভিত্তি দেওয়ার বিষয়ে সকল দল একমত হলেও দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দলের এতে আপত্তি রয়েছে। তাদের মনে যদি কোনো ষড়যন্ত্র না থাকে, তাহলে এতে এত আপত্তি কোথায়?”
ফটিকছড়ি থানা জামায়াতের আমীর মো. নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা মাস্টার নাজিম উদ্দিন সিকদার, আইনজীবী মো. ইসমাইল গণি, আইনজীবী আলমগীর মো. ইউনুস, তৈয়ব নূরী, মো. আবদুর রহীম, নবীর হোসেন মাসুদ, সামী এরশাদ, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, প্রফেসর সিরাজুল আলম, আবু জাফর ও বায়েজিদ হাসান মুরাদ।
সমাবেশ থেকে জামায়াতের পাঁচ দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়, যার মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা।