সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফুটপাত দখল করে যানজট: হাটহাজারীতে ৮ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৩৮ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে ফুটপাত দখল করে যানজট সৃষ্টির দায়ে আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।

অভিযানকালে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাত দখল করে যানজট সৃষ্টির অভিযোগে ওসমান, মো. জুয়েল, বিপ্লব, টিপলু, জুনায়েদ হোসেন, এনাম, অপু শিকদার ও ফল ব্যবসায়ী আবু জাফরকে দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

এছাড়া, ‘ত্রিবেণী মিষ্টি ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন জানান, হাটহাজারী পৌরসভার যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে পৌরসভার বাস স্টেশন এলাকায় নিয়মবহির্ভূতভাবে গাড়ি পার্কিং করার দায়ে একটি কাভার্ড ভ্যানের চালককেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।