সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে স্কুলছাত্র মাহিন হত্যা: আরও একজন গ্রেপ্তার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৩৮ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলছাত্র মাহিনকে পিটিয়ে হত্যার মামলায় মো. ইলিয়াস নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মাহিন হত্যা মামলার তদন্তে ইলিয়াসের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী তাকে আটক করার পর পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার ৩৫ বছর বয়সী মো. ইলিয়াস উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

গত ২২ আগস্ট রাতে ফটিকছড়িতে ‘চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মাহিনকে। ওই ঘটনায় গুরুতর আহত হয় তার আরও দুই বন্ধু।

পুলিশ জানায়, ওই রাতে মাহিন ও তার দুই বন্ধু এক আত্মীয়ের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে স্থানীয় কয়েকজন তাদের ‘চোর’ বলে ধাওয়া দেয়। একপর্যায়ে তিনজনকে ধরে এনে সকাল পর্যন্ত মারধর করা হলে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।

নিহত মাহিন কাঞ্চননগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ লোকমান ও খাদিজা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল।

এ ঘটনায় মাহিনের মা খাদিজা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন।