সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রি হত্যা: বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রি মো. খোরশেদ আলমকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার স্বজন ও এলাকাবাসী।

শনিবার বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নে এ কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর সঙ্গে আরও অনেকে জড়িত। তারা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে খোরশেদের ভাবি টুম্পার দিকে অভিযোগের আঙুল তোলেন এবং তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

গত ২৩ সেপ্টেম্বর রাতে লালানগর ইউনিয়নের খিল মোগল এলাকায় বাড়ির কাছেই খোরশেদ আলমকে গলা কেটে হত্যা করা হয়। খোরশেদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় শুক্রবার রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সাইফুল আজমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী সাইফুলের সঙ্গে নিহত খোরশেদের বিদেশযাত্রা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। এছাড়া জমি সংক্রান্ত দ্বন্দ্বও চলছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পরকীয়ার জেরে খুন’ এমন কথা ছড়ালেও এএসপি বেলায়েত হোসেন জানান, এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত আছে। ব্রিফিংয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।