সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফটিকছড়ির মাদ্রাসায় ‘অরাজকতা’: শিক্ষকদের একাংশের প্রতিবাদ, ইউএনওকে স্মারকলিপি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ৬:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় ‘অরাজকতা ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে সমাবেশ করেছেন শিক্ষকদের একাংশ।

‘আদর্শ শিক্ষক ফেডারেশন’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে কয়েকজন শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হয়রানি এবং চাকরিচ্যুতির হুমকির প্রতিবাদ জানানো হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কতিপয় বহিরাগত এবং অভ্যন্তরীণ স্বার্থান্বেষী ব্যক্তি ষড়যন্ত্র করে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ‘ভিন্ন মতাদর্শের’ ট্যাগ দিয়ে প্রতিষ্ঠান থেকে অপসারণের চেষ্টা করছে।

তারা আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে এবং প্রাক্তন ছাত্রদের নামে ভুয়া ব্যানার ব্যবহার করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে, যার সঙ্গে মাদ্রাসার সাবেক অধ্যক্ষের অনুসারী কেউ কেউ জড়িত।

আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক সেলিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ মুরাদ বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চক্রান্ত চলতে দেওয়া যায় না।

এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মো. আইয়ুব, মাওলানা সামসুদ্দিন, ওবায়দুল আকবর, প্রভাষক জয়নাল আবেদিন এবং মাওলানা মোহাম্মদ মামুন।