সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রবারণা পূর্ণিমা: চকরিয়ার বৌদ্ধ মন্দির ও প্যাগোডা পরিদর্শনে ইউএনও

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ন


বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা সামনে রেখে কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন বৌদ্ধ মন্দির ও প্যাগোডা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

রোববার দুপুরে তিনি বৌদ্ধ পল্লীগুলো ঘুরে দেখেন এবং উৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া উপজেলার গুণামেজু বৌদ্ধ বিহার, হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহার, ধর্ম সুখ বৌদ্ধ বিহার, বন বৌদ্ধ বিহার, ডেমিকারামা বৌদ্ধ বিহার, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার এবং পৌরসভার কাহারিয়াঘোনা রাখাইন পাড়া বৌদ্ধ বিহারে যান।

এ সময় তিনি বৌদ্ধ বিহারের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শন শেষে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও পূজা করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।