সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ডিসি সড়ক ৩০ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০২৫ | ২:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর–গাবতল ডিসি সড়কটি ৩০ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে উপজেলার মোগলেরহাট বাজার ও আলমশাহপাড়া এলাকায় ‘সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, “মরিয়মনগর–গাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার ৭টি ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ থাকায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি প্রশস্ত করা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা আসবে।”

মোগলেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসাইন এবং সঞ্চালনা করেন মো. বখতিয়ার।

এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ আমিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, মো. ইলিয়াস, বক্কর মেম্বার এবং খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।

একই দাবিতে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন।