
পুলিশের দায়ের করা একটি মামলায় হয়রানির অভিযোগ তুলে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে ‘জিনস ২০০০ লিমিটেড’ নামের ওই কারখানার কয়েকশ শ্রমিক বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের দাবি, পুরোনো একটি মামলায় তাদের নামে হয়রানি করা হচ্ছে এবং অবিলম্বে মামলা থেকে তাদের অব্যাহতি দিতে হবে।
পুলিশ জানায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে সিইপিজেডের ভেতরে শিল্প পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় ইপিজেড থানায় একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন শ্রমিকদের নাম-ঠিকানা যাচাই করতে তাদের বাড়িতে খোঁজখবর নেওয়া হচ্ছে। এটি একটি নিয়মিত কার্যক্রম। কিন্তু জিনস ২০০০ লিমিটেডের কয়েকজন কর্মী এটিকে হয়রানি দাবি করে কর্মবিরতি পালন করছেন।”
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান জানান, প্যাসিফিক জিনসের সহযোগী প্রতিষ্ঠান জিনস ২০০০ লিমিটেডের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কারখানায় কর্মরত। তাদের একাংশ এই কর্মবিরতি পালন করেছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন বলেন, মামলাটি শিল্প পুলিশ তদন্ত করছে এবং এখনো পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।