
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা একটি বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিনের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
প্রায় ছয় ফুট লম্বা ডলফিনটিকে জোয়ারের পানিতে ভেসে আসার ৩৬ ঘণ্টা পর বুধবার রাতে সৈকতেই মাটি চাপা দেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ডলফিনটির মাথা গোল এবং ঠোঁট নেই, যা বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিনের বৈশিষ্ট্য।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের কর্মকর্তা রনি আলী জানান, খবর পেয়ে তারা বুধবার বিকেলে ঘটনাস্থলে যান। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ডলফিনটির মাংস ও হাড়ের নমুনা সংগ্রহ করা হয়।
রনি আলী বলেন, “ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হবে। নমুনা সংগ্রহের পর সেটিকে সৈকতেই মাটি চাপা দেওয়া হয়েছে।”
সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া জানান, ডলফিনটি বয়সজনিত কারণে অথবা কোনো আঘাত পেয়ে মারা যেতে পারে।
কল্লোল বড়ুয়া বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে, ডলফিনটি বয়স্ক এবং আঘাতপ্রাপ্তও ছিল। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”