সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য থেকে সাড়ে ৩ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি অভয়ারণ্যের ভেতর থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় সাড়ে তিন হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে অভয়ারণ্যের মিরিখিল কুলপাগলী এলাকায় পাগলীর খাল ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছড়ার পাড়ে স্তূপ করে রাখা সাড়ে তিন হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল গত তিন মাস ধরে অভয়ারণ্যের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হচ্ছে।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন, “অভয়ারণ্যের ভেতর থেকে বালু উত্তোলনের অভিযোগে গত জুলাই মাসে ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।”

সহকারী কমিশনার মং এছেন বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”