
চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র যানজটের জন্য দায়ী করে ‘ঈগল’ পরিবহনের সাতটি বাস আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে যত্রতত্র পার্কিং করে রাখার অভিযোগে বাসগুলো আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে আরও ১০টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৭টি ব্যাটারিচালিত অটোরিকশাও আটক করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ‘ঈগল’ পরিবহনের বাসগুলো যানজটের মূল কারণ। তারা জানান, এই পরিবহনের বাসগুলো একসঙ্গে দুই-তিনটি মিলে পুরো সড়ক দখল করে রাখে, পেছনের গাড়িকে পাশ দেয় না এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করায়, যার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, বটতলী মোটর স্টেশনে যানজট নিরসন ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চালানো হয়েছে।
ওসি আরিফুর রহমান বলেন, “জনদুর্ভোগ কমাতে যত্রতত্রভাবে পার্কিং করে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৭টি ঈগল গাড়িকে আটক করা হয়েছে। জব্দকৃত গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।”