সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হাটহাজারী ফায়ার স্টেশনের প্রস্তুতি পরখ করলেন পরিচালক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৫ | ১১:৩৩ অপরাহ্ন


দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও কর্মদক্ষতা সরেজমিনে দেখতে চট্টগ্রামের হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন বাহিনীর পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।

শনিবার (১১ অক্টোবর) বিকেলের দিকে তিনি স্টেশনটি পরিদর্শনে আসেন। এসময় পুরো স্টেশনে কর্মচাঞ্চল্য দেখা যায়। পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। পরিদর্শনের শুরুতে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান তাকে আনুষ্ঠানিক সালাম প্রদান করেন।

পরিদর্শনকালে পরিচালক এম এ আজাদ আনোয়ার স্টেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামের কার্যকারিতা খতিয়ে দেখেন এবং কর্মীদের প্রশিক্ষণ ব্যবস্থা ও পেশাগত দক্ষতা মূল্যায়ন করেন।

স্টেশনের কার্যক্রম পর্যালোচনার পর তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং যেকোনো দুর্যোগে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনের সময় লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বিএফএম (এস) জসিম উদ্দিন এবং উপসহকারী পরিচালক (জোন-৩) মো. আব্দুল মন্নান।