সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

গোপন বা রাতের আঁধারের নির্বাচন চাই না : সিইসি

‘আমাদের নিয়তে কোনো গলদ নেই’, চট্টগ্রামে বললেন নাসির উদ্দিন
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৫ | ৭:৪১ অপরাহ্ন


‘গোপন বা রাতের অন্ধকারে কোনো নির্বাচন দিতে চাই না’—এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, তারা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চান, যেখানে সবাই নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবে।

রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন বলেন, “আমরা চাই এমন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন, যা সবাই নিজের চোখে দেখতে পারে। আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নেই।”

চট্টগ্রামের ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চট্টগ্রামের ভোটের ইতিহাস বদলাতে চাই। আগের মতো যেন না হয়, সেই নিশ্চয়তা আমি এখানে কর্মকর্তাদের কাছ থেকে পেয়েছি। ইনশাল্লাহ আগের মতো হবে না।”

রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক মতবিরোধের বিষয়ে সিইসি বলেন, “রাজনীতিবিদদের একটি সুবিধা হলো—তারা বলতে পারেন, ‘শেষ কথা বলতে কিছু নেই’। আমি বিশ্বাস করি, এনসিপি নিজেদেরকে গণতন্ত্রের পথে বাধা হিসেবে দাঁড় করাবে না। আমরা তাদের দেশপ্রেমিক হিসেবে জানি।”

তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, “আপনারাও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখুন। আমাদের সম্পর্কে যা শুনবেন, দয়া করে আগে ফ্যাক্ট চেক করে নেবেন। আমরা এজন্য একটি ফ্যাক্ট চেক সেল গঠন করছি।”

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গুজব একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, “এটি শুধু আমাদের দেশের নয়, বিশ্বের একটি সমস্যা। কেউ কেউ ইন্টারনেট বন্ধ করার কথা বলেছেন, কিন্তু আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে নই। আমরা তথ্যপ্রবাহ বজায় রাখতে চাই।”

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, ডিজিএফআই ও এনএসআইসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।