সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্ল্যান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন একুশে পত্রিকার শরীফুল রুকন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৫ | ৬:১১ অপরাহ্ন


আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ পেয়েছেন একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক শরীফুল রুকন; তিনি আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেন।

সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীফুল রুকন এর আগেও তার কাজের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থেকে ২০২১ সালে ফেলোশিপ এবং ২০২৩ ও ২০২৪ সালে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার’ লাভ করেন। এছাড়া বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মিডিয়া অ্যাওয়ার্ড (২০২৩) এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে টানা তিনবার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

২০২৩ সালে তার একটি অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) কর্তৃক বাংলাদেশের অন্যতম সেরা অনুসন্ধানী প্রতিবেদন হিসেবে নির্বাচিত হয়েছিল।

একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে রুকন স্বাস্থ্যখাত, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন করে আসছেন।

এবারের প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন জমা নেওয়া হয়। আয়োজকরা জানান, এ বছর ১০৭ জন প্রতিযোগী ২১৪টি কনটেন্ট জমা দেন, যেখান থেকে পাঁচটি শাখায় মোট ১৫ জন গণমাধ্যমকর্মীকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জুরি বোর্ডের চেয়ার ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বীসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও উন্নয়নকর্মীরা বক্তব্য রাখেন।