সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দুর্যোগ প্রশমন দিবস: ফটিকছড়িতে র‍্যালি ও অগ্নি নির্বাপণ মহড়া

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ন


আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে সচেতনতামূলক র‍্যালি ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করে একটি মহড়া পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতার কোনো বিকল্প নেই।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাছের, সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য, সমবায় কর্মকর্তা আব্দুর শহিদ ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফিউল্লাহ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপস্থিত কর্মকর্তারা মো. মোজাম্মেল হক চৌধুরী, মো. আবু নাছের, রাজীব আচার্য, আব্দুর শহিদ ভুঁইয়া এবং মো. ছফিউল্লাহ দুর্যোগ মোকাবেলায় সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।