
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট ফেজ-২’-এর আওতায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন রাঙ্গুনিয়া পৌরসভার বর্তমান কাউন্সিলর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (৫২), ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯) এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের প্রচার ও গবেষণা সম্পাদক ওমর ফারুক (৩৯)।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, সরকার ঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে গত ৩০ আগস্ট রাঙ্গুনিয়া থানায় পেনাল কোড ১৮৬০-এর ৪৪৮, ৩২৩, ৩৪৭, ৩৮৬, ৪০৬, ৪২০, ৩৮৮ ও ৫০৬(২) ধারায় একটি মামলা (মামলা নং–১৩, জিআর নং–৮৪/২০২৪) দায়ের করা হয়েছিল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব ধারায় অনধিকার প্রবেশ, মারধর, চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, “গ্রেপ্তার আসামিদের বুধবার দুপুরে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”