শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আদালতের বারান্দায় ঢলে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০২৫ | ৭:৫৫ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের আদালত ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়ে মোজাম্মেল হক নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে আদালত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মোজাম্মেল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ডবলমুরিং থানা থেকে জরুরি কাগজপত্র (ডাক) নিয়ে আদালতে আসেন কনস্টেবল মোজাম্মেল। কাজ শেষে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তিনি ঢলে পড়েন।

দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, “চিকিৎসকরা কনস্টেবল মোজাম্মেলকে মৃত অবস্থায় পেয়েছেন। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম আদালতের হাজতখানায় কর্মরত এএসআই জাকির হোসেন বলেন, “হঠাৎ খবর আসে আদালত ভবনের বারান্দায় এক পুলিশ সদস্য পড়ে গেছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

সহকর্মীর আকস্মিক মৃত্যুতে আদালত পাড়া ও হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।