সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চকরিয়ায় ১৫ মিনিটে পুড়ে ছাই প্রবাসীর বসতঘর

খোলা আকাশের নিচে পরিবার, ১০ লাখ টাকার ক্ষতির দাবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৬ | ৬:১৯ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চ্যাপ্টাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মাত্র ১৫ মিনিটের আগুনে প্রবাসীর তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মোজাম্মেল হক।

কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, ভোররাতে বসতঘরটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া গৃহকর্তা মোজাম্মেল হক জানান, আগুনে তার বাড়ির সব মালামাল পুড়ে গেছে। পরিবারের যা কিছু সম্বল ছিল, সবই আগুনের পেটে গেছে। এ ঘটনায় তার অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখন তাকে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। এ বিষয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ভোররাতে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়ির রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।