সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘হ্যাঁ’ ভোটের বিরোধীরা স্বৈরাচারের দোসর: শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৬ | ৬:২১ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি স্থায়ী স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গড়ার অন্যতম ভিত্তি। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলেই প্রিয় জন্মভূমি স্থায়ীভাবে স্বৈরাচারমুক্ত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া গ্রামে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “‘হ্যাঁ’ ভোট মানে হলো স্বাধীনতার চেতনার পক্ষে অবস্থান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জুলুম-নির্যাতনের রাজনীতির বিরুদ্ধে ধৃঢ় প্রতিরোধ। এই গণভোটের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাচ্ছে। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।”

গণভোটের বিরোধিতাকারীদের হুঁশিয়ার করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নেয় বা এর বিরুদ্ধে প্রচারণা চালায়, তাহলে জনগণকে বুঝে নিতে হবে—তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বৈরাচারী শক্তির সাচ্চা দোসর। কারণ স্বৈরশাসন থেকে মুক্তির এই ঐতিহাসিক সুযোগ নস্যাৎ করাই তাদের মূল উদ্দেশ্য।”

দেশ ও জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ভোট হবে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের অঙ্গীকার। তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফৌজুর কবির, ইউপি সদস্য মুজিবুর রহমান, স্থানীয় সমাজসেবক আব্দুস সাত্তার কোম্পানি, সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস ও হাফেজ মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতারা।