সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পটিয়ায় ধানের শীষের জয়ের আশা নিউজার্সি বিএনপি সভাপতির

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৬ | ৬:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে অতীতের ধারাবাহিকতায় জনগণ এবারও ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ কাউছার শাহীন। তিনি বলেছেন, দীর্ঘ সময় পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাই এবার পটিয়াসহ সারা দেশে বিএনপির জয়নিশ্চিত।

সোমবার (১৯ জানুয়ারি) পটিয়া পৌরসদরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী ভাবনা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নিজে মনোনয়নপ্রত্যাশী থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের পক্ষে কাজ করার ঘোষণা দেন কাউছার শাহীন। তিনি বলেন, “আমি মনোনয়ন ফরম কিনেছিলাম, কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তা জমা দিইনি। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের লক্ষ্য একটাই—এনামুল হক এনামকে বিজয়ী করা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।”

যুক্তরাষ্ট্র প্রবাসী এই বিএনপি নেতা বলেন, “দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণ ও যুবকদের হাত ধরে দেশ দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এটি হবে জনগণের ভোটাধিকার প্রয়োগ ও বিজয়ের নির্বাচন।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভিশন সম্পর্কে তিনি বলেন, “যেকোনো কাজের আগে পরিকল্পনা থাকা জরুরি। তারেক রহমান দেশকে নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছেন, তা অত্যন্ত আশাব্যঞ্জক ও কার্যকর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।”

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “তরুণরা যেন কোনো প্রলোভনে না পড়ে। দেশের স্বার্থে এবং সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।”

এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আসন্ন গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধও জানান তিনি।