চট্টগ্রাম: ১৯৭১ সালে পাকিস্তানিরা এদেশের শান্তিকামি মানুষের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে বর্তমান সরকার একইভাবে বিএনপির উপর নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. নাজিম উদ্দিন।
সোমবার সকালে নগরীর কাজির দেউড়ি নাসিমন ভবন চত্ত্বরে উত্তর জেলা বিএনপির মানববন্ধনে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন। খালেদা জিয়া ও মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে এই কর্মসূচী পালন করা হয়।
ভিপি নাজিম বলেন, ‘বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন পাক হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে মানুষকে যেভাবে কুকুরের মতো মারা হচ্ছে পাকবাহিনীও এমন নির্মমভাবে মানুষ হত্যা করেনি। প্রতিদিন সন্ধ্যা হলে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে হামলা করা হচ্ছে। সরকারের নিপীড়ন-নির্যাতন একে একে গণতন্ত্রের সংগ্রামী মানুষদের নিঃশেষ করে দিচ্ছে। তবে এটি আর কত দিন? সবকিছুর শেষ আছে। এদেশে আইয়ূব খান, এরশাদ টিকে থাকতে পারেনি।
তিনি বলেন, শীঘ্রই সরকারের বিদায় ঘণ্টা বাজবে। সেদিন সরকারের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাতে পারবে না। জনগণ সেদিন নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রতিহত করবে। সাজা দিয়ে সরকার বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু তারা আকাশকুসুম কল্পনা করছে। বেগম জিয়া ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। কারণ দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে নেই। সরকার পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে টিকে আছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। যেকোন সময় কালবৈশাখী ঝড়ে সরকার লন্ডভন্ড হয়ে যাবে। কোন শক্তি সরকারের পতন রুখতে পারবে না।
উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন প্রমুখ।