সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খালেদার মুক্তির দাবিতে চট্টগ্রামে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ করবে বিএনপি

| প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ২:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। তিন দিনে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহের টার্গেট নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শনিবার সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করছি আমরা। এলাকাভিত্তিক নেতা-কর্মীদের ফরম দেওয়া হয়েছে। তারা সাধারণ মানুষ, কল-কারখানার শ্রমিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করবে। তিন দিনে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে চাই।

গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। এসময় অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।