একুশে ডেস্ক : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।
বেলা ৩টায় মুসলিম ইনস্টিটিউট হলে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম মহানগর, ১৫ থানা ও ৪৪ সাংগঠনিক ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি উদ্বোধন করা হবে। এ অভিযানে ডাক্তার, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে যাতে কোন বির্তকিত ব্যাক্তি বা স্বাধীনতা বিরোধী অন্তর্ভূক্ত হতে না পারে সেই দিকে কঠোর লক্ষ্য রাখার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, নগরীর ১৫ থানার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং ৪৪ সাংগঠনিক ওয়ার্ডের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক আজাদীকে জানান, আগামী ৩ মার্চের পর নগরীর ৪৪ সাংগঠনিক ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের নেতাদের তত্ত্বাবধানে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। ৩ মাসব্যাপী নগরীর ৪৪ ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ অভিযান চলবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক–সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে আজকের সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু করেছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করার কথা জানিয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতাসীন দল আওয়ামী লীগ দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু করেছে। জনগণের কাছাকাছি যাওয়া ও জনগণের কাছে সরকারের উন্নয়ন কার্যক্রমের সঠিক চিত্র তুলে ধরার জন্য এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।
একুশে/এএ