ঢাকা : বিদেশিদের সঙ্গে ঘন ঘন মিটিং করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলটির অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
মঙ্গলবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে চেতনা একাত্তর আয়োজিত সিলেটে ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১৩সালেও আপনারা (বিএনপি) বিদেশি কূটনীতিকদের সঙ্গে মিটিং করেছিলেন এবং বিভিন্ন দূতাবাসে ঘন ঘন বৈঠক করে নির্বাচন বর্জন করেছিলেন। নির্বাচন বর্জন করার কারণে আপনাদের কী দৈন্যদশা, সেটি আপনারা নিশ্চয় হারে হারে টের পাচ্ছেন। আবারও যদি ঘন ঘন মিটিং করে কারো ফাঁদে পা দিয়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। সুতরাং বিদেশিদের সঙ্গে মিটিং না করে জনগণের সাথে মিটিং করুন।
বিএনপি অস্ত্রধারীদের লালন পালন করছে মন্তব্য করে আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপির একটি মানববন্ধন ছিলো আমাদের লজ্জা লাগে যখন তারা নিজেদের সমাবেশে নিজেরা ধাক্কাধাক্কি করেছে এবং পুলিশের প্রতি অস্ত্রপদর্শন করেছে। তারা (বিএনপি) যে অস্ত্রধারীদের লালন পালন করে, অস্ত্রের ভাষায় কথা বলে সেটির প্রমাণ হচ্ছে আজকের মানববন্ধনে তাদের অস্ত্রধারীদের উপস্থিতি এবং পুলিশের প্রতি অস্ত্রপ্রদর্শন।
ড. জাফর ইকবালের উপর হামলার বিষয়ে তিনি বলেন, অতীতেও মুক্তমনা লেখকদের উপর মুক্তচিন্তার মানুষদের উপর হামলা পরিচালনা করা হয়েছে, হত্যা করা হয়েছে। এরপর যখন আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে তখন তারা (বিএনপি) উল্টাপাল্টা বক্তব্য দিয়ে এবং সরকার অহেতুক সাধারণ মানুষকে হয়রানি করছে এই ধরনের বক্তব্য দিয়ে হামলাকারীদের পক্ষ অবলম্বন করেছিলেন এবং হামলাকরীদের আড়াল করার চেষ্টা করেছিলেন। অধ্যাপক ড. জাফর ইকবাল ভাগ্যক্রমে বেঁচে গেছেন, ঠিকভাবে যদি তার পিছনে ঘাড়ে চুরির অাঘাত লাগতো তাহলে তিনি মৃত্যুবরণ করতেন। হামলাকারী সবকিছু জেনেশুনে ট্রেনিং নিয়েই পেছন থেকে হামলা করেছে। সরকার যখন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে তখন আগের মতো বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি আবারও তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে, সেটির মহড়া হয়েছে আজকে প্রেসক্লাবের সামনে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের স্বাথর্ক থাকারও অাহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামসুল হক টুকু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, বিশিষ্ট সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, শাহাদাত হোসেন টয়েল, অরুন সরকার রানা, শেখ নওশের আমিন প্রমুখ।