দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়াস্থ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার স্থানীয় সময় বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রথম সচিব হেড অব সেন্সরি রুহুল আমিনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, জাতির পিতার জন্ম হয়েছে বলেই আমরা লাল সবুজের দেশ পেয়েছি, তাছাড়া আজকের দিন আমাদের জন্য গুরুত্ববহ দিন, এই দিনে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে।
রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত শিশুদেরকে জাতির পিতার আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। একই সাথে আগত প্রবাসী অতিথিদেরকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জাহিদুল ইসলাম ভূঁইয়া, কাউন্সেলর মাসুদ রানা চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ নেতা ম্যাক্সিম চৌধুরী, চিটাগাং এসোসিয়েশন অফ সাউথ কোরিয়ার সেক্রেটারি মোহাম্মদ হাসান, ইপিএস কমিউনিটির সভাপতি শান্ত শেখ, সেক্রেটারি ফজলুর রহমান, বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের সেক্রেটারি সালাউদ্দীন তারেক, লেখক-সংগঠক ওমর ফারুক হিমেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসীম কুমার দে , দক্ষিণ কোরিয়া যুবলীগের সভাপতি জুয়েল মোল্লা, ব্যবসায়ী আবু বক্কর রানা প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।