দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং বাককে ঘুষ, দুর্নীতি জালিয়াতি, কর ফাঁকি এবং অন্যান্য অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
বৃ্হস্পতিবার রাত আনুমানিক দশটার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। লি মিয়ং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট লি মিয়ং বাক দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া চতুর্থ প্রেসিডেন্ট।লি মিয়ংযের বিরুদ্ধের আনীত অভিযোগ প্রমাণিত হলে জেল হবে ৪৫ বছর।
ক্ষমতায় থাকার সময় তার আত্মীয় ও সহকারিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট লি’কে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। সাবেক এ সরকার প্রধান, সরকারী গোয়েন্দা বিভাগ থেকে ১ লাখ ডলার অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট পার্ক গুন হে, দুইজনই একই দলের লোক। এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইতিহাসে চারজন প্রেসিডেন্টকে দুর্নীতি, স্বজনপ্রীতি, কর ফাঁকি,ঘুষ, নানা জালিয়াতি বিষয়ে গ্রেফতার করে।