চট্টগ্রাম: চট্টগ্রামের বন-জঙ্গলে জঙ্গিরা যাতে কোনো প্রকার অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে উপজেলা পর্যায়ের সব সভায় বন বিভাগের কর্মকর্তাদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
রোববার জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত মাসিক আইনশৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি তিনি এ নির্দেশনা দেন। সভায় চট্টগ্রামের ১৪ উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলা পর্যায়ের সভাগুলোতে বন বিভাগকে সম্পৃক্ত করতে হবে। যাতে বনে-জঙ্গলে কোনও জঙ্গি সেখানে তৎপরতা চলতে না পারে। কেউ যাতে এসব জায়গাকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে। সেজন্য উপজেলা পর্যায়ের সভাগুলো আগের চেয়ে কার্যকর করতে হবে। প্রত্যেক থানার ওসির সঙ্গে সমন্বয় করে ভাড়াটিয়াদের তালিকা সংরক্ষণ করতে হবে।
জঙ্গিবাদ নিয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, আগামী মাসের প্রথম দিকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে বসব। তাদের নিজ নিজ এলাকায় যাতে তারা জঙ্গিবাদ নিয়ে সতর্ক থাকে। জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করছি।
সভায় অভিভাবকদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, আপনার সন্তানরা কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, কোথায় যাচ্ছে এসব নিবিড়ভাবে মনিটরিং করুন। বিশেষ করে তাদের ইন্টারনেট ব্যবহারে কেমন আসক্তি সেটি জানুন। তাদেন মোবাইল চেক করুন। ইউটিউবে ওয়াজ শুনে, জাকির নায়েকের বক্তব্য শুনে অনেক জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে। বাবা-মার নজরদারি থাকলে সন্তানরা সুস্থ পথে থাকবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভুঁইয়াসহ আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।