সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ১৩জন আহত

| প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৬ | ৩:০৮ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: দুই সুপারভাইজারকে চাকরিচ্যুত করার জেরে চট্টগ্রাম নগরীর একটি পোশাক কারখানার শ্রমিকের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ওসিসহ ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেক্সটাইল মোড় এলাকার চৌধুরী অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার দুই শ্রমিককে গত বুধবার চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে কারখানাটির পোশাক শ্রমিকেরা। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ চলার পর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে প্রথমে বাগবিতন্ডা ও পরে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও বায়েজিদের ওসি মোঃ মহসিনসহ আট পুলিশ সদস্য ও পাঁচ জন শ্রমিক আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এ সময় সংঘর্ষে আট পুলিশ সদস্য ও পাঁচ নারী পোশাকশ্রমিক আহত হয়। এরপর সকাল ১১টার দিকে পরিস্থিতি শান্ত হলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে কনস্টেবল আমিনুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পাঁচ পুলিশ সদস্য হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ প্রসঙ্গে অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আজম বলেন, দুই সুপারভাইজারের বিরুদ্ধে কাজে অবহেলাসহ বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ নিয়ে শ্রমিকেরা কিছুটা উত্তেজিত হয়। পরে তাদের সঙ্গে আলোচনা করে সমাধান হয়েছে। তারা কাজে যোগ দিয়েছে।