সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মিতু হত্যা: শাহজাহান ফের তিন দিনের রিমান্ডে

| প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৬ | ৭:৩৩ অপরাহ্ন

Screenshot_9চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় সরাসরি অংশ নেওয়া মোঃ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ এ আদেশ দেন। এর আগে গত রোববার রাত থেকে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মিতু হত্যা মামলার আসামি মোঃ শাহজাহানকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এরপর এই মামলায় তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, মিতু হত্যায় সরাসরি অংশ নিয়েছেন শাহহাজান। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে। প্রথম দফায় তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

এর আগে গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।