চট্টগ্রাম: আগামী এক বছরের মধ্যে নগরীকে সবুজ বেষ্টুনির মধ্যে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার বিকেলে নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরীর ৪১ টি ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, আগামী এক বছরের মধ্যে নগরীকে সবুজ বেষ্টুনির মধ্যে আনা হবে। সড়ক,দীপ,ফুটপাত,গোলচত্বর,যাবতীয় অফিস আদালত, সরকারী বেসরকারী স্থাপনা, লন, আঙ্গীনা সর্বত্র পরিকল্পিত সবুজায়নে ঢেকে দেয়া হবে। নগরী হবে প্রকৃত অর্থে গ্রিন সিটি। আধুনিক প্রযুক্তি ও মনোরম সবুজে সাজবে চট্টগ্রাম। সবুজায়ন কর্মসুচি চলছে-চলবে।
ক্লিন ও গ্রিন সিটির পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উম্মোচিত হচ্ছে। ১ আগষ্ট থেকে নগরীর ৭টি ওয়ার্ডে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও ডাম্পিং কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসুচি ৩১ ডিসেম্বরের মধ্যে নগরীর ৪১ টি ওয়ার্ডে বাস্তবায়ন হবে। এ লক্ষে জনবল নিয়োগ, ভ্যানগাড়ী ও বিন সংগ্রহ চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। এতে বিশেষ অতিথি ছিলেন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জিয়াউল হক সুমন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।