চট্টগ্রাম : চট্টগ্রামে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল (৬ মে) শনিবার। গেল বছরের মতো এবারও চিনি, ছোলা, মশুর ডাল, খেজুর ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। গত বছরের তুলনায় এবার বেড়েছে সব পণ্যের পরিমাণ। কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের।
টিসিবি’র আঞ্চলিক প্রধান জামাল উদ্দীন বলেন, এবার চট্টগ্রামে সকল ধরনের পণ্য মজুদ রয়েছে। তবু রমজানে যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে সেজন্য প্রতিবছরের মতো সরকার টিসিবির মাধ্যমে খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করার উদ্যোগ নিয়েছে। নগরীর ডিসি অফিস, কদমতলী, টাইগারপাস, কাস্টমস, অক্সিজেন, বড়পোল, বাকলিয়া, নাসিরাবাদ ও আগ্রাবাদ মোড়ে দুইটি ট্রাক নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করবে।
তিনি বলেন, ‘পাঁচ ধরনের নিত্যপণ্য ১০টি স’ানে সুলভে বিক্রি করা হবে। ছোলা কেজি প্রতি ৭০ টাকায়, চিনি কেজি প্রতি ৫৫ টাকায়, মসুর ডাল কেজি প্রতি ৫৫ টাকায়, খেজুর কেজি প্রতি ১২০ টাকায় ও তেল লিটার প্রতি ৮৫ টাকায় বিক্রি করবো। দৈনিক একজন ভোক্তা ছোলা ৫ কেজি, চিনি ৪ কেজি, ডাল ৪ কেজি, খেজুর ১ কেজি ও তেল ৫ লিটার করে ক্রয় করতে পারবে।’
প্রসঙ্গত, নগরীতে টিসিবির ১৩০ জন ডিলার রয়েছে। প্রত্যেক ডিলারকে বিক্রির জন্য দৈনিক ১ হাজার কেজি চিনি, ২০০ কেজি করে মসুর ডাল, ২০০ কেজি ছোলা এবং ২০০ লিটার বোতলের সয়াবিন তেল এবং ৫০ কেজি খেজুর দেয়া হবে।
একুশে/এএ