চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের ‘বহিষ্কারের’ প্রতিবাদে চট্টগ্রাম কলেজ সংলন্ন সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ কর্মীরা। শনিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করা হয়।
চকবাজার থানার ওসি আজিজ আহমদ বলেন, বহিস্কৃত ছাত্রলীগ নেতা ফারুকের অনুসারীরা সড়ক অবরোধ করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে ফারুক ইসলাম বলেন, বহিষ্কার আদেশ সম্পর্কে কেন্দ্রীয় কমিটির কোনো চিঠি আমি পাইনি। নগর কমিটির আমাকে বহিষ্কার করার কোনো এখতিয়ার নাই। কথিত বহিস্কারাদেশের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।
এর আগে শৃঙ্খলা ভঙের অভিযোগে গত শুক্রবার রাতে ফারুককে বহিষ্কার করে ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটি।