সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কোরিয়া সমুদ্রসীমায় আটক তিন বাংলাদেশি নাবিককে দেশে প্রেরণ

| প্রকাশিতঃ ১০ মে ২০১৮ | ১:১০ পূর্বাহ্ন

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : উত্তর কোরিয়ায় জাহাজে কর্মরত তিন বাংলাদেশিকে কোরিয়া সমুদ্রসীমা থেকে আটকের পর সিউলস্থ বাংলাদেশি দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মংগলবার তাদেরকে সিউল দূতাবাসের কাছে পাঠানো হয়। বুধবার দুপুরে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে পাঠানো হয়েছে।

বুধবার (৯ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ মার্চ উত্তর কোরিয়া হতে কয়লা বহনকারী ‘ট্যালেন্ট এইচ’ নামের ভুয়া আইএমও নম্বরধারী (IMO No:8793873) একটি জাহাজ দক্ষিণ কোরিয়ার গুনসান বন্দরে পণ্যখালাস করতে গেলে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ নাবিকসহ জাহাজটিকে আটক করে।

জাহাজে মিয়ানমারের সাতজন, চীনের ক্যাপ্টেনসহ ছয়জন এবং বাংলাদেশের তিনজন নাবিক ছিল। বাংলাদেশিরা নাবিকগণ হলেন জুনিয়র অফিসার ইসমাইল শেখ, সেকেন্ড অফিসার তীর্থ চক্রবর্তী এবং চতুর্থ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান ছিলেন।

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ সিউলস্থ বাংলাদেশ দূতাবাসকে এ বিষয়ে অবহিত করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় সিউলস্থ বাংলাদেশ দূতাবাস আটক বাংলাদেশি নাবিকদের উদ্ধার করে দেশে পাঠানোর ব্যবস্থা করে।

এর আগে মঙ্গলবার (৮ মে) দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ ওই তিন নাবিককে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় বংলাদেশ দূতাবাস ওই তিন নাবিককে থাই এয়ারওয়েজ বিমানযোগে বাংলাদেশে পাঠিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একুশে/ওএফএইচ/এটি