চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে মোঃ দিদার (৩৭) নামের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে বায়েজিদ বোস্তামি থানার শহীদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১০টি মামলা আছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত দিদার। বায়েজিদ বোস্তামি থানার সন্ত্রাসীর তালিকায় আট নম্বর ক্রমিকে দিদারের নাম।
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দিদার জড়িত বলে দাবি করেন ওসি।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, শিবির ক্যাডার সাজ্জাদ, সারোয়ারের সহযোগী হিসেবে কাজ করতো দিদার। ২০০৪ সাল থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।