চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি ককটেল স্টেশনমাস্টার শাহবুদ্দিনের কক্ষের সামনে এবং আরেকটি ককটেল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বিস্ফেরিত হয়। রোববার সকাল পৌনে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে পুলিশের একজন কনস্টেবল সেসময় উপস্থিত ছিলেন। তিনি ককটেল ছুড়ে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেছেন।
তিনি বলেন, রোববার ষোলশহর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদালয়ের সকাল সাতটা ৫০ মিনিটের শাটল ট্রেনটি ছাড়েনি। তবে এর পর থেকে সবগুলো শার্টল ট্রেন সময়মতো চলাচল করে।
প্রসঙ্গত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদন্ডাদেশের ‘প্রতিবাদ’ জানিয়ে রোববার ছাত্র ধর্মঘট ডাকে ছাত্রদল।