সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সেই ‘সমবায় সমিতি’ নিয়ে তদন্ত শুরু

| প্রকাশিতঃ ২৪ জুলাই ২০১৬ | ১০:১২ অপরাহ্ন

Young Star copyচট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরনদ্বীপে ‘মুন্সীপাড়া ইয়াং স্টার সমবায় সমিতি’ নামের একটি অনুমোদন বিহীন ক্ষুদ্র ঋণ দান সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে সমবায় অফিস।

গত ১৮ জুলাই একুশে পত্রিকায় ‘চট্টগ্রামে অনুমোদনহীন সমবায় সমিতি মালিক সরকারী কর্মচারী!’ শিরোনামের সংবাদ প্রকাশের পর রোববার বিষয়টি তদন্তের জন্য বোয়ালখালী উপজেলা সমবায় অফিসার রাসেল চৌধুরীকে নির্দেশ দিয়েছে জেলা সমবায় অফিস।

জানতে চাইলে বোয়ালখারী উপজেলা সমবায় অফিসার রাসেল চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এখন কাজ করছি। সরাসরি অফিসে আসুন, তখন বিস্তারিত বলব।’

প্রসঙ্গত চট্টগ্রামের বোয়ালখালীর খরনদ্বীপে ‘মুন্সীপাড়া ইয়াং ষ্টার সমবায় সমিতি’ নামের একটি অনুমোদন বিহীন ক্ষুদ্র ঋণ দান সংস্থা দুই সরকারী কর্মচারী পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন- বোয়ালখালী উপজেলার খরনদ্বীপের বাসিন্দা ও পটিয়া উপজেলা ভূমি অফিসের কর্মচারী সালাউদ্দিন আহমেদ রুবেল এবং তার মামাত ভাই বহদ্দারহাট বিআরডিবি অফিসের অফিসের কর্মচারী আবদুল্লাহ আল বাকের।