চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার এক মার্কেটের পাঁচটি দোকান থেকে চারটি অপারেটরের ৪ হাজার ৩২১টি ‘নিবন্ধিত’ সিম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে রিয়াজউদ্দিন বাজারের রয়েল প্লাজার সিডিএ মার্কেটে এই অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন একুশে পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটটির পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ৪ হাজার ৩২১টি সিম উদ্ধার করা হয়েছে; এসব সিম বিভিন্ন মানুষের নামে ভুয়া নিবন্ধন করে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আট জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা সিমগুলো রবি, গ্রামীনফোন, এয়ারটেল ও বাংলালিংক অপারেটরের। সিমগুলো নিবন্ধিত ও সচল। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের অভিযান এখনো অব্যাহত আছে।