সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পাহাড়ের শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৬ | ৬:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার পাহাড়ে বসবাস করা শতাধিক পরিবারের অবৈধ গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে করা হয়েছে। সোমবার সকালে লালখান বাজারের মতিঝর্ণা পাহাড়ে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভ’মি) মোঃ নোমান হোসেন ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভ’মি) আছিয়া খাতুন।

সহকারী কমিশনার (ভ’মি) মোঃ নোমান হোসেন বলেন, ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করা শতাধিক পরিবারে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাহাড়ে অবৈধভাবে এসব লাইন নেয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে পাহাড় থেকে বসতি উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে পুলিশ, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ও চট্টগ্রাম ওয়াসা সহযোগিতা করে।