সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পুলিশের অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত

| প্রকাশিতঃ ২৬ জুলাই ২০১৬ | ৮:১৫ পূর্বাহ্ন

kollanpur-jongiঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় একটি জঙ্গি আস্তানা অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নয় জঙ্গি নিহত হয়েছেন, যারা জেএমবির সদস্য বলে পুলিশের দাবি। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার পর অভিযান শুরু হয়।

মিরপুর জোনের এসি মাহবুব রহমান জানান, গভীর রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর ভবন তাজ মঞ্জিলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাতে যায় পুলিশ। তিনতলা পর্যন্ত ওঠার পরে পাঁচতলা থেকে দুই যুবক নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে উপর থেকে নেমে এসে গুলি চালায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমার নিক্ষেপ করে। এতে এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে বোমা ও গুলির শব্দে ওই এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় স্থানীয় বাসিন্দাদের অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এতে কিছু সময়ের জন্য অভিযান ব্যাহত হয়। এক পর্যায়ে পুলিশ ওই এলাকায় মাইকিং করে এলাকার বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যেতে বলেন। অভিযানের সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে বলে জানান তারা।

রাতে বাড়িটি ঘিরে রাখার পর মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযানে নামে পুলিশ, র‌্যাব, সোয়াত ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে অপারেশনে আরও আট জঙ্গি নিহত হয়।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক জানান, নিহতরা সবাই জেএমবির সদস্য। তাদের পোশাক-আসবাব সবকিছুতেই গুলশানে হামলাকারীদের সঙ্গে মিল রয়েছে। তদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এবং ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।