সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পুলিশের নজরদারিতে মাইকবিহীন সেই মসজিদ

| প্রকাশিতঃ ২৬ জুলাই ২০১৬ | ৫:৪৬ অপরাহ্ন

surveillanceচট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন গোলবাগ আবাসিক এলাকার ‘মাইক ছাড়া মসজিদকে’ নজরদারীতে এনেছে পুলিশ। মসজিদটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য পুলিশকে দেওয়া হয়েছে নির্দেশনাও।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার একুশে পত্রিকাকে বলেন, মাইকবিহীন মসজিদটিতে গিয়ে বিভিন্নজন অস্বাভাবিক আচরণ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে লেখালেখিও হয়েছে দেখলাম। তাই মসজিদটির ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে গত ২২ জুলাই ‘মাইকবিহীন মসজিদে দুই ঘন্টা ২৫ মিনিট…’ শিরোনামে একুশে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২৩ জুলাই নগর পুলিশের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে প্রতিবেদনের কপিটি প্রিন্ট করে নগর পুলিশের সংশ্লিষ্ট অফিসারদের কাছে উপস্থাপন করা হয়।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়- চট্টগ্রামের আনোয়ারার এক আওয়ামী লীগ নেতার মেধাবী ছেলে সাব্বিরুল হক কনিক; মাইকবিহীন মসজিদে নামাজ পড়েই চারমাস ধরে নিখোঁজ আছেন। তার সাম্প্রতিক ফেসবুক তৎপরতা ও স্বজনদের সন্দেহ; বর্তমানে কনিক কোনো এক জঙ্গীদলে সম্পৃক্ত আছেন।

কনিকের স্বজনদের দাবি, মাইকবিহীন মসজিদে নামাজ পড়তে গিয়ে জগতের বাকি মুসলমানকে মুসলমান মনে করতেন না কনিক। অন্যদের অনৈসলামিক, অমুসলিম বলেও গালমন্দ করতেন।

তার স্বজনসহ অনেকের অভিযোগ, এই মসজিদে তরুণদের মগজধোলাইয়ের মাধ্যমে জঙ্গী কিংবা জিহাদে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এসব বিষয় সরেজমিন জানার জন্য মুসল্লি বেশে গত ২২ জুলাই সেই মসজিদে যান একুশে পত্রিকার একজন প্রতিবেদক। তিনি ওই মসজিদটিতে দুই ঘন্টা ২৫ মিনিট অবস্থান করেন। এই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে সরেজমিন প্রতিবেদন লিখেন প্রতিবেদক; যা গত ২২ জুলাই রাতে প্রকাশ করে একুশে পত্রিকা।