ঢাকা: জঙ্গিবাদের মামলাগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না তা দেখভালের জন্য আলাদা একটি সেল গঠন করছে আইন মন্ত্রণালয়। কোনো মামলায় প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহযোগিত না করলে জেলা প্রশাসকরা এ ব্যাপারে সেলকে অবহিত করবেন।
আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে নিজ মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাব আইনমন্ত্রী বলেন, ‘অ্যাটর্নি সার্ভিস বা ক্যারিয়ার সার্ভিস করার পরিকল্পনা সরকারের আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে একবারে এই সার্ভিস করা যাবে না। অন্তত ৩০ শতাংশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস করার চিন্তাভাবনা রয়েছে।’
আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টায় আমরা সবাই যেন যে যার অবস্থান থেকে শরিক হই।’ জঙ্গিবাদ দমন ও দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেন আইনমন্ত্রী।
গত মঙ্গলবার শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলন শেষ হচ্ছে আজ শুক্রবার। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যঅধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।