সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের ঈদ পুনর্মিলনী

| প্রকাশিতঃ ১৮ জুন ২০১৮ | ১০:০৪ অপরাহ্ন

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সিউলে বাংলাদেশ হাউস প্রাঙ্গণে ওআইসিভুক্ত দেশসমূহের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশী, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠন,রাজনৈতিক ব্যক্তি, দূতালয়ের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের জন্য এ আয়োজন করা হয়।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এতে উপস্থিত সবাইকে স্বাগত জানান।

বিদেশী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন রামজি তেমুরভ,(আজারভাইজান) হাসান তেহেরিয়ান (ইরান), আদেল মোহাম্মদ আদেলেই (জর্ডান),
ইউসুফ শারীফজোদা (তাজাকিস্তান), ছাফিক রাসাদি (মরক্কো), আব্দুল্লাহ সাইফ আল নুয়াইমি ( ইউএই), ওমর হাদী (ইন্দোনেশিয়া), আমির মো্হাম্মদ ডালহাতো (নাইজেরিয়া), হাজেম এম ফাহমি ( মিশর), মামাদো গুয়েয়ি ফায়ে (সেনেগাল)।

বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম আমন্ত্রিত কূটনীতিকদেরকে বাংলাদেশী সংস্কৃতির নিদর্শন হিসেবে একটি করে দেশীয় গামছা ঈদ উপহার হিসেবে প্রদান করেন।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ পর্বে অংশ নেন তিনি।