চট্টগ্রাম: রাজধানীর কল্যাণপুরে অভিযানে নয় জঙ্গি নিহতের ঘটনায় আলোচনায় আসা চট্টগ্রামের সাব্বিরুল হক কণিকের সন্ধান চেয়ে অবশেষে সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় জিডি করেন তার বাবা আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক চৌধুরী।
নিখোঁজ সাব্বিরুল হক কণিক চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীতাকুন্ড ক্যাম্পাসে ইকনোমিক অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পড়ালেখা করতেন। তার বাবা আজিজুল হক চৌধুরী আনোয়ারার বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের একজন পরিদর্শক।
বাকলিয়া থানা ওসি আবুল মনসুর বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাউজানে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সাব্বিরুল হক কণিক। তার পরিবার নগরীর বাকলিয়া থানাধীন ইসহাকের পুল এলাকার ভাড়া বাসা থাকেন। পরে গত মঙ্গলবার ঢাকার কল্যাণপুরে নয় জঙ্গি নিহতের পর, তার বাবা ধারণা করেছিলেন, নিহতদের মধ্যে তার নিখোঁজ সন্তানও আছেন। কিন্তু পরে নিশ্চিত হওয়া গেছে যে, নিহতদের মধ্যে কণিক নেই।