সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক

| প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৮ | ১২:৩৪ অপরাহ্ন

তুরস্ক: ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুরস্ক মানবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

তিনি মঙ্গলবার বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায্য। কাজেই তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। গত সপ্তাহে মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল তুরস্ক সফর করেছেন। ওই প্রতিনিধি দলকে তুরস্কের এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

চাভুসওগ্লু বলেন, “আমরা বলেছি তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। আমরা উপযুক্ত শর্তে ইরানের কাছ থেকে তেল কিনে থাকি। এর বাইরে অন্য কি অপশন রয়েছে? আমরা বলেছি মার্কিন নিষেধাজ্ঞাকে আমরা ন্যায্য বলে মনে করি না।”

গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। ট্রাম্প তার হুমকি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।